প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
গোয়েন্দা জালে মাদক ব্যবসায়ী আটক

মোঃ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): মেলান্দহে( ডিবি ১) এর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক। জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) মেলান্দহ উপজেলার রেল স্টেশন বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গতকাল ৩ নভেম্বর রাতে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলো - মেলান্দহ পৌরসভার ৫ নং ওয়ার্ডে পশ্চিম জালালপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মোঃ আবু সাঈদ (৪৫)।আব্দুস সালাম গেদার ছেলে, রুবেল (৩৫) সহ নয়ানগর ইউনিয়নের সাধুপুর মধ্যপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃশামীম ( সোহেল) (২৮)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইনের আওতায় তাদের বিচারের মুখোমুখি করানো হবে বলে নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা ।
উল্লেখ যে দীর্ঘদিন যাবত স্টেশন এর আশেপাশে এলাকায় মাদকেরঅবাক বিচরণে নজরদারিতে রেখেছিল জেলা গোয়েন্দা শাখারবিশেষ টিম।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.