মোহাম্মদ সিরাজুল মনির (চট্টগ্রাম ব্যুরো ): অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শনিবার সকালে চট্টগ্রাম আসেন। সকালে তিনি বিমান বন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান। সেখানে তিনি মাঠ, মিডিয়া সেন্টারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় তিনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলমান প্রকল্প সমূহ দ্রুত সম্পন্ন করতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন। এরই মধ্যে বিসিবির পক্ষ থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নানা সংস্কার কাজের একটি তালিকা প্রদান করা হয়। সে সব কাজ সম্পন্ন করতে নির্দেশনা দেন ক্রীড়া উপদেষ্টা।
সরকারি নির্দেশনা মেনে কাজ সম্পন্ন না করলে কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ও তিনি জানান। উপদেষ্টা বলেন সরকারি যেসব কর্মকর্তা নির্দেশনা মেনে কাজ করবে না এবং অসহযোগিতা করবে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি থেকে উপদেষ্টা পরিষদ পিছপা হবে না।
এরপর তিনি এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে আসেন। সেখানে কি কি সমস্যা রয়েছে তা নির্ধারণ করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা ক্রীড়া অফিসারকে নির্দেশ দেন। এরপর ক্রীড়া উপদেষ্টা সার্কিট হাউজে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।