মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, চন্দ্রগঞ্জ থানা এলাকায় পুলিশি টহল ও অভিযানের গতি সম্প্রতি আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, তল্লাশি চলছে নিয়মিতভাবে। অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ওসি নোমান বলেন, “নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
” তিনি সকলকে আহ্বান জানিয়েছেন— রাতের বেলা ঘরের দরজা-জানালা সঠিকভাবে বন্ধ রয়েছে কি না তা নিশ্চিত হতে, বাহিরের বাতি জ্বালিয়ে রাখতে, গ্রাম পুলিশ ও এলাকাবাসীদের নিয়ে রাতে পাহারা দিতে।
তিনি আরও বলেন, “নিজের বাড়ি, ঘর ও সম্পদের নিরাপত্তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে। নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনতা একসাথে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।” চন্দ্রগঞ্জে অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের তৎপরতা ওসি ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে নতুন গতিতে এগোচ্ছে ‘চন্দ্রগঞ্জ থানা ‘৷ লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেছেন, “সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত।” তিনি জানান, সাম্প্রতিক সময়ে চন্দ্রগঞ্জ থানা এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে পুলিশ ডিউটি ও অভিযান বাড়িয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট৷ সন্দেহভাজন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি রাতভর চলছে টহল ও নজরদারি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে৷ ওসি নোমান বলেন, “শুধুমাত্র পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য প্রয়োজন এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। সমাজের প্রতিটি মানুষকে নিরাপত্তার অংশীদার হতে হবে।
” তিনি সাধারণ নাগরিকদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন: রাতে ঘরের দরজা-জানালা ঠিকভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন৷ বাহিরে পর্যাপ্ত আলো জ্বালিয়ে রাখুন অপরিচিত ও সন্দেহজনক লোকজনকে নজরে রাখুন এবং প্রয়োজনে থানা বা স্থানীয় বিট অফিসারকে জানান৷ গ্রামের যুব সমাজ, গ্রাম পুলিশ ও এলাকাবাসী মিলে রাতের বেলা এলাকাভিত্তিক পাহারা চালু রাখলে চুরি, ডাকাতি প্রতিরোধ করা সহজ হবে৷
পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে নিরাপদ ‘চন্দ্রগঞ্জ’। এলাকার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যেন সচেতনতামূলক প্রচারণা, সভা ও মাইকিংয়ের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করা যায়। ওসি ফয়জুল আজিম আরও বলেন, “আমরা অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। তবে সবার সহযোগিতা থাকলে আমরা শুধু অপরাধ দমন নয়, একটি শান্তিপূর্ণ সমাজ গড়তেও সফল হব।”