মো:সিরাজুল মনির (চট্রগ্রাম ব্যুরো): গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। উপাচার্য চবি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে দায়িত¦বোধে জাগ্রত হতে হবে।
শিক্ষার্থীবান্ধব সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখে যুগোপযোগী করে গড়ে তুলতে যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরাপদ একাডেমিক কার্যক্রম বজায় রাখতে এবং সৌহার্দ্যপূণ পরিবেশ নিশ্চিত করতে চবি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনে নিহতদের স্মরণ করেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবী-দাওয়ার কথা আগ্রহ সহকারে শুনেন এবং বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে এ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ‘ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামগ্রীক পরিবেশ সাসটেইনেবল ইকোসিস্টেম এর আওতায় রাখতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় আগত নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিনকে প্রাণঢালা অভিনন্দন জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ তাদের মতামত পেশ করে বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজাতে বিভিন্ন দাবী-দাওয়া পেশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিটাগং ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মারজুক-ই-ইলাহী। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।