সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

চুনকুড়ি টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের উপর হরিণ শিকারিদের হামলা,থানায় জিডি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী (জেলা সংবাদদাতা):  সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন চুনকুড়ি বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের ওপর সন্ত্রাসীদের হামলায় থানায় জিডি করা হয়েছে বলে জানাযায়।

রবিবার(০২ফেব্রুয়ারী)সন্ধ্যায়। হামলার বিষয়ে সজল মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আজ আমাদের উপর যাহারা হামলা করেছিল ঐ হামলাকারীদের বিরুদ্ধে গত ২৭/০১/২০২৫ ইং তারিখ হরিণ শিকার করার অপরাধে আমার পার্শ্ববর্তী মীরগাং বন টহল ফাঁড়ী POR বন মামলা নং- ০১/মরগাংঅব ২০২৪-২৫ খ্রিঃ রুজু করে। গত ২৮/০১/২৫ ইং তারিখ শিংহড়তলী খাল থেকে আমি একটি জিবিত হরিণ উদ্ধার করে অবমুক্ত করি।

তাদের পাতা ফাদ থেকে উদ্ধার করে ছেড়ে দেওয়ার কারণে বিবাদীরা আমি ও আমার সহকর্মীদের উপরে আরো ক্ষিপ্ত। হামলাকারীদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে ক্ষুদ্ধ হয়ে আমার সহকর্মী ও সিপিজি সদস্যদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন রবিবার সন্ধ্যার সময় চুনকুড়ি গ্রামের আজগার মোড়লের ছেলে আনিচুর রহমান (৩৫), মৃত মোছার আলী মোড়ল ছেলে মোঃ আবিয়ার রহমান (৩৫), মৃত্যু ওয়াহেদ আলী সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (৪৩)সাথে আমাদের হরিনগর বাজারে দেখা হইলে সকল বিবাদীগন আমাদের রাস্তা অবরুদ্ধ করে আমাদের বিভিন্ন ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমরা তাদের কথায় প্রতিবাদ করিলে বিবাদীরা আমাদের মারপিট করিতে উদ্যত হয়, ও জীবন নাসের হুমেকি দেয়।

বিবাদীরা আরো বলে আমাদের অস্ত্র লুট করে নিবে রাস্তাঘাটে যেখানে পাইবে মারপিট করে খুন জখম করিবে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন বলেই রবিবার সন্ধ্যায় এই মর্মে সাধারণ ডাইরী করা হয়েছে।

জিডি ট্র্যাকিং নং: WL2VR8 জিডি নং: ৮৭। নাম প্রকাশে অনিচ্ছুক চুনকুড়ি গ্রামের এক ব্যক্তি বলেন এক নং বিবাদী আনিছুর রহমান মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন, বর্তমানে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্তর্ভুক্ত দাবি করেন।

সর্বশেষ - সংবাদ