মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): হাতিয়ার একমাত্র মানুষ চলাচলের মাধ্যমে হচ্ছে মেঘনা নদী তাই এই নদী দিয়ে প্রতিদিন মানুষ তাদের জীবনে ঝুঁকি নিয়ে সী ট্রাক, স্প্রিং বোর্ড ,অথবা ট্রলার দিয়ে যাতায়াত করতে হয়।
বিগত সময়ে আমরা দেখেছি যিনি হাতিয়ার এমপি ছিলেন তিনি একক রাজত্ব কায়েম করেছে। স্বৈরাচার হাসিনা পর থেকে এ হাতিয়াতে দুটি সী ট্রাক ছিল আর এ যানবাহন চলাচলের মাধ্যমে মানুষ খুবই আনন্দিত হতো ,এখন সিন্ডিকেটের কারণে অনেক সমস্যা হচ্ছে আর তার ভোগান্তি যেন সাধারণ ভোগ করতেছে।
একটি আধুনিক জেটি স্হাপন করা জরুরি হয়ে গেছে।
একটু নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা জন্যে অবহেলিত হাতিয়া’র জনগণের হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ করুন। ঢাকা টু হাতিয়া লঞ্চ মালিকেরা নাকি সরকারি আইন মেনে আপাতত যাতায়াত স্থগিত করেছে। দুঃখ জনক হলেও সত্যি চাঁদপুর এর বিপদজনক চ্যানেল দিয়ে কিন্তু লঞ্চ যাতায়াত অব্যাহত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। নৌ-পরিবহন মন্ত্রণালয়