নারায়ণগঞ্জের এই ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খানকে নিয়ে তুমুল ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর এই বিএনপি নেতা-কনো সন্ত্রাসী হত্যা চাঁদাবাজি জোর জুলুম নাহ করেও এসব কর্মকাণ্ডের মিথ্যা মামলায় তাকে জরিয়ে বিগত কয়েক বছর কারাগার ভোগ করতে হয়েছে। নারায়ণগঞ্জের এই আলচিত নেতার মুখে সর্বদা সবাই হাসি দেখতে পেয়েছে তিনি ভেঙে বা হাল ছারেনী।
ছাত্রদলের এই সাবেক সফল সভাপতি জাকির খানের অনুসারীরা নারায়ণগঞ্জে যেই সত্য ও সাহসী আন্দোলন চালিয়েছে এর মাঝে তার জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে। তার এই জনপ্রিয়তা বলে দেয় তিনি কোন হত্যা সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট মারামারি ও হানাহানি সাথে জরিত নাহ। তিনি যদি এসব এর সাথে জরিত থাকতেন তাহলে তার জনপ্রিয়তা বছরের পর বছর এত বৃদ্ধি পেতনা।
৫১বছর বয়সি এই জাকির হোসেন খান এখন সেই ছোট কিশোরের মতোই যেন রয়েগেছে। হাসি দেয়া মুখনিয়ে কর্মী অনুসারীদের মনোবল যেন ভেঙে না যায় তার জন্য হাসি দেয়া মুখনিয়ে কারাবন্দী থাকা এই জাকির খান। এখন তিনি শারীরিক ভাবে সুস্থ সবল নয় এই অসুস্থতা নিয়েই যেন এলাকায় বা শহরের একাধিক জায়গায় তার জনপ্রিয়তার কারন যেই মানুষ অনুসারীরা তাদের সাথে সাক্ষাতে ব্যস্ত জাকি-খান।
ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মো:জাকির হোসেন কারামুক্ত হয়েই বলেছেন যে নারায়ণগঞ্জ বাসির তার জন্য যা-করেছে তিনি যদি নারায়ণগঞ্জ বাসির জন্য তার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেয় তাহ হলেও নারায়ণগঞ্জ বাসির ঋণ কখনো শোধ করতে পারবে না। তাই তিনি তার প্রাণপ্রিয় এই নারায়ণগঞ্জ শহরে ও শহরের ভিবিন্ন স্থানে তিনি তার অনুসারীদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে আন্তরিকতা ও বহুল আলোচিত হচ্ছে নির্ভয়ে ভালোবাসার টানে ভালোবাসার মানুষদের জন্য বুক ফুলিয়ে পুরো শহর ঘুরছেন জাকির হোসেন খান।
স্বা কা/ রাবিব খান