শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরুধে একজন নিহত আহত সাত,গ্রেপ্তার ৫

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ ইসমাঈল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জিয়াউল হক (৫৫) নামের আহত এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১টা দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের উত্তর জাঙ্গালিয়া এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জিয়াউল হকসহ একই পরিবারের ৮ জন গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহতের ভাগিনা সবুজ হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সাজু মিয়া (৪০), সুমন (২৮), আহাজ উদ্দিন (৬৫), রাজু (২৫) ও সাজুর ছেলে নাঈম (২২)। ঘটনার পরেই ঘরবাড়ি তালাবদ্ধ করে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে জিয়াউল হক ও তার চাচাতো বোনের ছেলে মো. সাজু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্ত সাজু মিয়া তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে জিয়াউল হক ও তার পরিবার বাধা দিতে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দলবল নিয়ে নিহত জিয়াউলের হকের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এতে নিহত জিয়াউল হক ও তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী মনির (১৮), স্ত্রী মরিয়ম (৪০), মেয়ে জান্নাতি (১৭), রুবেল (৩৬), রেহানা বেগম (৩৮), চাম্পা বেগম (৪০) ও শিশু সোহান (১০)।

গুরুতর আহত হলে তাদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে আহত অবস্থায় জিয়াউল হককে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জামালপুর সদর হাসপাতাল এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বোন রেহেনা পারভিন বলেন, আমার ভাইয়ের জমি সব কাগজপত্র আমার ভাইয়ের। সে জমি ওরা নিজেদের দাবি করে। এনিয়ে কয়েকবার সালিশি হলেও তারা কোনো সিদ্ধান্ত মানেনি।
গত শুক্রবার সে জমিতে জোরপূর্বক বাঁশ কাটতে আসে সাজুরা।

এতে বাঁধা দিতে গেলে সাজু মিয়া দলবল এনে হামলা করে। এতে আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে। আমার ভাইকে যারা পিটিয়ে মারল তাদের বিচার চাই। তাদের ফাঁসি চাই।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জিয়াউল হকসহ ৮ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে জিয়াউল হক মারা যান।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসীর দাবি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশ্নে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

টানা কত দিন বৃষ্টি হবে, জানাল আবহাওয়া অফিস

গাইবান্ধায় বিলে মিললো অটোচালকের মরদেহ

ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় শায়িত হলেন বর্ষিয়ান বিএনপি নেতা কায়েম উদ্দিন সরকার

ধামইরহাটে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অসুস্থ্য ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

ইসলামপুর থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফকে নিয়ে কিছু বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করায় প্রতিবাদ বিবৃতি- পুলিশ সুপার জামালপুর

কুয়েট শিক্ষার্থীদের দাবির বিষয়টি কয়েকদিনের মধ্যে সমাধান – শিক্ষা উপদেষ্টা

প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত ৬০