বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

জামালপুরে গাঁজা চাষি গ্রেফতার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ৯, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ ইসমাইল হোসেন  (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুরের মেলান্দহ উপজেলায় ভুট্টা খেতে গাঁজা চাষ করতেন মো. সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জামালপুর ডিবি পুলিশের ডিবি-১ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব। গ্রেফতার সাইফুল ইসলাম মেলান্দহ উপজেলার ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্দুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।

অভিযানে তার থেকে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভুট্টা খেতে লুকানো অবস্থায় গাঁজার গাছ দুটি উদ্ধার করে। অভিযানে সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক দেশ ও জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ।

এই অভিশাপ থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জেলা পুলিশের বিশেষ অভিযানে কোনো ধরনের ছাড় নেই। আমাদের এই অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত