(জামালপুর জেলা প্রতিনিধি)
দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রমান্বয়ে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হচ্ছিল। তারই ধারা ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবত চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছিল পল্লী বিদ্যুৎ সমিতি পবিস জামালপুর।
গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ বিতরন বিভাগ জামালপুরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার টগারচর গ্রামে মৃত রাহাতের ছেলে নাজিম উদ্দিনের বাড়ি থেকে বিপুল পরিমানের সরকারি তার ও অন্যান্য বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের ভিতরে রয়েছে তার ও কন্টাক সহ বিভিন্ন সামগ্রী। পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব গাড়িতে পরিবহন করে নিয়ে যাওয়া হয় উদ্ধারকৃত মালামাল। বর্তমানে আই নানক ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করছে।