মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): মাদক যেন থামছেই না জামালপুরে ডিবির রুটিন ওয়ার্ক হিসাবে জামালপুর ডিবি-১ এর অভিযানে ০১(এক) কেজি গাঁ’জা সহ ০২(দুই)জন মা’দক ব্যবসায়ী আটক। ১৮/০৬/২০২৫ তারিখ রাত্র ২১.২০ ঘটিকার সময় জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন সাধুপাড়া ইউপির খানপাড়া সাকিনস্থ জনৈক নুর বাহাদুর খান এর বাড়ির পলিথিনের ছাপড়ার পূর্বপাশের ফাঁকা জায়গায় হইতে ০১(এক) কেজি গাঁ’জা সহ ০২(দুই)জন মা’দক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ও ঠিকানাঃ ১। মোঃ ফিরোজ(৩২), পিতা-মৃত আকবর আলী, মাতা-মোছাঃ আছিয়া, সাং-মীরের বাজার তালটিয়া (গলির ভিতরে বটগাছিয়া মসজিদ ও ডিপ মেশিন সংলগ্ন, বড় বোন-আকলিমা, মোবাইল-০১৮৪৬-৪২২৮৯২, স্বামী-সৌদি প্রবাসী বিল্লাল হোসেন এর বাড়ি), থানা-পুবাইল, জেলা-গাজীপুর,
২। মোঃ শাহীন(৩২), পিতা-মোঃ জহুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, মাতা-মোছাঃ শামসুন্নেহা, সাং-মেজোপাড়া(মোতালেব মেম্বারের বাড়ির সাথে), ইউপি-সিংগাবইনা, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি গাঁ’জা সহ মা’দ’ক ব্যবসায়ী দ্বয়কে আটক করেন এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার ও এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।