বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

জীবন যুদ্ধে হেরে গেলেন মাদারগঞ্জে কালার মোডে সড়কদূর্ঘটনায় পা হারানো নাঈম

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৭, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ ইউসুফ আলী(মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জীবন যুদ্ধে হেরে গেলেন  সড়কদূর্ঘটনায় পা হারানো  মাদারগঞ্জের  নাঈম (১৮)।   হাসপাতালে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাঈম।  ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত্রি১১ ঘটিকায় মৃত্যুবরণ করে। নাঈমের মৃত্যুতে তার পরিবারে নামে শোকের ছায়া।

নাঈম মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাকুর চর এলাকার রাঙ্গা মিয়ার বড় ছেলে।   বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। টানাপোড়েন সংসারে উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা টাও বিক্রি করে দেয়। পরে সংসারে হাল ধরে বড় ছেলে নাঈম। সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নাঈম এর মৃত্যু হলে, অভাবের টানাপড়েন সংসারে নেমে আসে ঘোর অন্ধকার।

বৃহস্পতিবার সকাল ১০ টায় নাঈমের মরদেহ বাড়ীতে এসে পৌছে এবং বেলা ১২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।    উল্লেখ্য যে, গত ৯ জুলাই/২৫ ইং তারিখে বালিজুড়ী বাজার টু তেঘরিয়া রোড় কালারমোড়ের দক্ষিণে ইটবাহী টলি ও বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়।  ঘটনাস্থলেই টলির হেলপার নাঈম এর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় টলি চালক ও বাইসাইকেল চালক আহত হয়।

সর্বশেষ - সংবাদ