এম শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কূপ খনন করতে নেমে গভীর কূপে শ্বাসরুদ্ধ হয়ে নিহত দুই শ্রমজীবী ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া ও নয়া রাংটিয়া গ্রামে নিহত ওই দুই পরিবারকে নগত আর্থিক সহায়তা প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ডা, মো; মাহমুদুল হক রুবেল।
ওই দুই পরিবারকে নগত আর্থিক সহায়তা প্রদান কালে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি।
এই পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা নয়, পরবর্তীতে গৃহপালিত (গরু) সহ অন্যান্য সহযোগিতা করার পরিকল্পনাও রয়েছে। সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, বাইশ গ্রামের কোচ সমাজ পরিচালনার আহ্বায়ক কমিটির প্রধান রুয়েল কোচ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার শালচুড়া গ্রামের নীল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) তিনি পারিবারিক একটি কূপ খনন করে। ওই কূপ খনন কাজের সহযোগীতার জন্য তার সহোদর ভাইরা ভাই, নয়া রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ন কোচ (৪৫) কে সাথে নেয়া হয়। গত রবিবার (১৩ এপ্রিল) বিকেলে তাদের খননকৃত ওই কূপে রিং ও প্লাস্টার কাজে নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ একে একে নামার পর শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের দুজনেরই মৃত্যু হয়েছিল।