এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে ইজারার নীতিমালা ভঙ্গের দায়ে সোমেশ্বরী নদীর তাওয়াকোচা বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দা রানী ভৌমিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা যায়, সোমেশ্বরী নদীর তাওয়াকোচা মৌজায় ৭ একর জমি থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বছর মেয়াদে ইজারাদা দেয়া হয়। টেন্ডারের মাধ্যমে বালু মহালের ইজারা পায় শ্রীবরদী উপজেলার সামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তার হোসেন।
অভিযোগ রয়েছে বাংলা ১৪৩২ সালের ১ বৈশাখ থেকে বালু উত্তোলন শুরু হয়। অভিযোগে প্রকাশ, ৭ একর জমি থেকে বালু উত্তোলনের অনুমতি থাকলে ইজারার নীতিমালা ভঙ্গ করে লিজ এলাকার বাইরে শতাধিক একর এলাকা থেকে বালু লুটপাট চালিয়ে আসছিল। বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস ও শ্রমিকদের সাজাও দেওয়া হয়েছে।
কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। অবশেষে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়। ঝুলিয়ে দেওয়া হয় বালু উত্তোলনের চালান ঘরে তালা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।