এম,শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে হাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান উরফে আকাশ (৪২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০মে) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশতলা এলাকায়। আজিজুর রহমান ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। জানা গেছে গত প্রায় ১৫ দিন ধরে পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই চলছে বন্য হাতির তাণ্ডব। উপর্যুপরি বন্য হাতির তাণ্ডবে পাহাড়ি গ্রামবাসীরা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বন্য হাতির তাণ্ডব থেকে ক্ষেতের ফসল ও জান মাল রক্ষার্থে গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছে। ঢাক ঢোল পিটিয়ে মশাল জ্বালিয়ে পটকা ফুটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু যতই হাতি তাড়ানোর চেষ্টা চলছে। ততই বন্য হাতির দল তেড়ে আসছে লোকালয়ে।
ক্ষুদার্থ বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালে নেমে এসে কৃষকদের কষ্টার্জিত ক্ষেতের ফসল কলার বাগান শাক সবজির বাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে। মঙ্গলবার সন্ধ্যার পর একটি বন্য হাতির দল পাহাড় থেকে নেমে এসে গান্ধীগাও এলাকায় বোরো ফসলে হানা দেয়।
এসময় গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। রাত সাড়ে আটটার দিকে হাতির তাড়ানোর একপর্যায়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে শ্রমিক আজিজুর রহমান গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা আহত আজিজুর রহমানকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়া হবে।