এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বালুমহাল বিলুপ্ত করা হলেও বন্ধ হয়নি অবৈধভাবে বালু উত্তোলন। বিলুপ্তকৃত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ২৭ এপ্রিল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল। এ অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ৬০ টি মাচা, ৫টি ড্রেজার মেশিন এবং বিপুলসংখ্যক পাইপ ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, “তাওয়াকোচা বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এরপরও কিছু অসাধু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছিল। এ ধরনের অবৈধ কার্যক্রম জনস্বার্থের জন্য হুমকি স্বরূপ এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
উল্লেখঃ গত ৮ এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুর জেলার নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হলো।