এম,শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৮অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ডাকাবর এলাকা ও সদর বাজার থেকে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)ও নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রকি।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১শ বোতল ভারতীয় মদসহ ৩ চোরা কারবারিকে গ্রেফতার করে। অপর দিকে রাকিবুল ইসলামকে ১৯বোতল ভারতীয় মদসহ সদর বাজারের সিএনজি স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।