মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদী গুলোর পানি অত্যন্ত বেড়ে গিয়েছে।
সেই কারণে নদী বলিতে এলাকায় গুলো ভেঙ্গে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। গতকাল থেকে ফেনীতে টানা ভারী বৃষ্টিতে শহর ও গ্রামাঞ্চলে পানি জমে গেছে। ফেনী শহরের বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত বা তারও বেশি পানি উঠে গেছে।
অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা আরও বেড়েছে। অন্যদিকে পরশুরামে মূহুরী নদীর পানি বিপদসীমার মাত্র ৫.১৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদীভাঙনে ৩টি দোকান বিলীন হয়ে গেছে। ফুলগাজীর নিচু গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। নিজ এলাকায় ড্রেন ও পানি চলাচলের পথ পরিষ্কার রাখুন এবং পূর্বপ্রস্তুতি নিয়ে রাখুন