মোহাম্মদ রফিকুল (ইসলাম খুলনা জেলা সংবাদদাতা): গল্লামারি ব্রীজ পার হওয়ার সময় ট্রাফিক পুলিশের সিগনাল অমান্য করে ধরা খেলো ভ্যান চোর।
আজ ২৯ এপ্রিল তারিখ সকালে লিটন নামের ভ্যান চালককে গল্লামারি ব্রীজ পার হওয়ার সময় সন্দেহবশত সিগন্যাল দেয় ডিউটিরত ট্রাফিক পুলিশ।
এসময় সিগন্যাল অমান্য করে সে গল্লামারি মোড়ের দিকে চলে যায়। গল্লামারি মোড়ে ডিউটিরত সার্জেন্ট শরিফুল হাসান ও সার্জেন্ট জয়দেব পাল ওয়ারলেস মারফত খবর পেয়ে ভ্যান চালক লিটনকে আটক করে। জিজ্ঞাসাবাদে লিটন তার কাছে থাকা ভ্যানটি চোরাই বলে স্বীকার করে।
আটক চোর লিটন (৪০), সাং-সুইসগেট গল্লামারি, থানা-খুলনা সদর এর বিরুদ্ধে খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।