মোহাম্মদ নুর আলম আকন্দ (নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা): গত ২২ মার্চ ২০২৫, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ড. মো: মোখলেছ উর রহমান নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলার অর্থনৈতিক, শিল্প ও বাণিজ্যিক গুরুত্ব অনুধাবন করে এটিকে বিশেষায়িত ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি জেলার ভৌগোলিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিশেষায়িত জেলা হিসেবে উন্নীত করার প্রস্তাব দেন।সিনিয়র সচিব মহোদয় এ বিষয়ে একটি বিশদ রাইটআপ প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক আরো উল্লেখ করেন যে, নারায়ণগঞ্জ, ৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা, যানজট নিরসনে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, শিল্প, বাণিজ্য ও নৌবন্দরের জন্য গুরুত্বপূর্ণ।
জনসংখ্যা ৫০ লাখের বেশি। বস্ত্র, পোশাক, ডাইং-প্রিন্টিং, জাহাজ নির্মাণ ও প্লাস্টিক শিল্প এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। তাছাড়া জেলায় দুটি অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্প নগরী ও শীতলক্ষ্যা নদীর তীরে গুরুত্বপূর্ণ নৌবন্দর রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের প্রধান অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।