আশীষ বিশ্বাস নীলফামারী জেলা সংবাদদাতা):ডিমলায় ১২ ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে ইফতার করেছেন নীলফামারী র্যাব ১৩ সিপিসি-২ এর একটি চৌকম দল।
গতকাল রোববার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিমলা উপজেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামেনের রাস্তা থেকে একটি ইজিবাইকে পরিবহন করার সময় ১৫৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৩ এর একটি চৌকস দল। মাদকের বিরুদ্ধে অভিযান চালার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পূর্ব ফকির পাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র জাহিদুল ইসলাম (৪৭)।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ও সি) আমাদের সংবাদকর্মীকে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ডিমলা থানার মামলা নং ৭ তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ইং-এ গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।