শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ৷

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১২, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা):

সারা দেশে চাঁদাবাজি, মব সন্ত্রাসী কর্মকান্ড ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টির সদস্য লেমন, মাহবুব আলম খোরশেদ, আরিফুল ইসলাম, রকি রায়হান, মোস্তাক প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা আরও বলেন, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ অসহায় ও আতঙ্কগ্রস্ত। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ্য যে, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করার প্রতিবাদে মাদারগঞ্জ ছাত্র- জনতা এ বিক্ষোভ মিছিল করে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত