সাগর বাদশা (স্টাফ রিপোর্টার) : কথিত প্রেমিকের সাথে মারিয়া আখতার মুমু, গাজীপুরের টঙ্গী উড়াল সেতু থেকে নিচে ফেলে মারিয়া আখতার মুমু (২০) নামে এক তরুণীকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় মুমুর প্রেমিক বোর্ড বাজার এলাকার মোরশেদ অনি (৩০), তার বাবা খলিল মিয়া (৭০), বড় বোন রেখোনা (৩৫), বড় ভাই মোস্তফা (৪৪), অনির স্ত্রী অনামিকা (২৬), শহিদুলাহ (৫০) ও রিয়াদকে (২৮) আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছেন।