মোঃ হাসান (রায়পুর উপজেলা সংবাদদাতা): তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দেয়ালিকা প্রদর্শন। উপজেলা পরিষদ মিলনায়তন রায়পুর লক্ষ্মীপুর।
আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রায়পুর লক্ষ্মীপুর। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান খান উপজেলা নির্বাহী অফিসার রায়পুর লক্ষ্মীপুর উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন জনাব মোঃ মইনুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার রায়পুর লক্ষ্মীপুর। আরো উপস্থিত ছিলেন অন্যান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় সকল শিক্ষক এবং শিক্ষিকার উদ্দেশ্যে জনাব মোঃ হাবিবুর রহমান এ টি ইউ। তিনি বলেন আমার সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ আজকের এই অনুষ্ঠানের দ্বারা প্রমাণ করছে যে তারা এ প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের কে খুব আদরের যত্ন সহকারে এবং উপকরণ প্রদর্শন করে আনন্দ মুখরিত করে তাদেরকে কে দান করেন।
আমি ভবিষ্যতে আশা করব কোমলমতি শিক্ষার্থীদের কে আরো সুন্দর এবং যত্ন সহকারে তাদেরকে বর্তমান যুগের সাথে মিলে আনন্দ উৎসবের মাধ্যমে পাঠদান করব। এ সময় এমরান খান বলেন আমি আজকে খুব গর্বিত আনন্দিত রায়পুরের শিক্ষক-শিক্ষিকা বিন্দু তাদের এ দেওয়ালিকার মাধ্যমে প্রমাণ করে যে তারা ছাত্রদেরকে আনন্দ সহকারে পাঠ দান করবে।
আমি আপনাদের এ দেওয়ালিকা মাধ্যমে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই কোমলমতি ছাত্রদের হাতে গড়া মানুষের কারিগর। দেওয়ালেকা প্রদর্শন করে তিনজন বিচারকের মাধ্যমে । প্রথম হয়েছে বামনি সাইসা আল-আমিন সরকারিপ্রাথমিক বিদ্যালয়।
দ্বিতীয় স্থান হয়েছে কারো সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান হয়েছে তিনটি স্কুল তার মধ্যে ছড়া আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্বচর পাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এবং ভবিষ্যতে আরও দেওয়ালিকা দিয়ে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ ঘড়ার লক্ষ্যে সকলের প্রত্যাশা কামনা করেছি। আমাদের বিদ্যালয় আমরা আসবো খেলব পরিষ্কার রাখবো।