মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): গতকাল ২৬শে এপ্রিল সকাল ১১ টায় সাংগঠনিক বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক- মনিরুজ্জামান মন্টু।
তিনি বলেন- দলের শৃংখলা ভংগ করলে সাংগঠনিক ভাবে তাকে শাস্তি ভোগ করতে হবে,দলকে সুসংগঠিত করে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই, এজন্য সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরো বক্তৃতা করেন বক্তৃতা করেন,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,খান আতাউর রহমান রনু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম বুলু,বিএনপি নেতা হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম জমাদ্দার,সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা,শরীফ নাঈমুল হক,মোল্লা হুমায়ুন কবির ও গাজী হারুন অর রশীদ প্রমুখ।