জয়নাল আবেদিন ( শেরপুর জেলা সংবাদদাতা): দীর্ঘদিন পর নালিতাবাড়ীতে বিএনপির অফিস উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী । বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কালে বক্তব্য দেন বক্তব্যের কালে উঠে আসে বিএনপি থেকে অব্যাহতি নেয়নি।
সে বি এন পি থেকে বিরতি নিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন, sho Hag নালিতাবাড়ী ছাত্র এক নেতা বলে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক Tarique Rahman জনাব তারেক রহমান তো একটা সেকেন্ডের জন্য বিরতি নেয়নি।
তিনি দিনরাত এক করে দলের নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন, দলকে সুসংগঠিত করেছেন। বিপরীতে আপনি ২০১৮ সালের নির্বাচনের পর ১০০+ নেতাকর্মী জেলখানায় রেখে কয়েক হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে রেখে, হাজার হাজার নেতাকর্মী ঘরছাড়া করে দল থেকে অব্যাহতি (বিরতি) নিয়ে বিলাসবহুল জীবন কাটাতে বিদেশে পাড়ি জমান। আপনার ভাষায় আপনি বিরতি নিয়ে যে ভুল করেছেন সেটার খেসারত আপনাকে দিতেই হবে।
আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্ব হবে চৌকস এবং নির্ভুল । তিনি কখনো সুবিধাবাদীদের দলে জায়গা দিবেন না। একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে প্রতিটি ভুলের মূল্য চরমভাবে দিতে হয়। একটা কথা মনে রাখবেন শেরপুর-২( নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন পাবেন দলের দীর্ঘদিনের পরীক্ষীত সৈনিক।
যারা দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন, তাদের পাশে থেকেছেন। একজন সমর্থক হিসেবে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করবো- দলের দুর্দিনের যারা দলকে সুসংগঠিত করেছে তাদেরকে মূল্যায়ন করা আশা করি বি এন পি দুঃসময়ে দুর্দিনে যে নেতা কর্মীরা দলকে সুসংগঠিত করে রেখেছে তাদেরকে মূল্যায়ন করবে এটা আপনার কাছে আশা রাখ