বর্তমান বিশ্বে একটি রাষ্ট্রের উন্নতির মূল শক্তি তার জনগণ। আর জনগণের চেতনায় যদি দেশপ্রেম, নৈতিকতা এবং রাজনৈতিক সচেতনতা জাগ্রত হয়, তবে সেই জাতির অগ্রগতি কেউ ঠেকাতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি, বিদ্বেষ ও রাজনৈতিক অসচেতনতা আমাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে আসছে। আমরা যদি সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তবে আমাদের প্রথম কর্তব্য হলো নিজেদের ভিতরে পরিবর্তন আনা।
দুর্নীতি কোনো একক ব্যক্তির সমস্যা নয়—এটি একটি সমাজিক ব্যাধি। আমাদের ঘরে, পাড়ায়, অফিসে, রাজনীতিতে এই ব্যাধির ছায়া বিস্তৃত। তাই প্রয়োজন সার্বিক জনসচেতনতা এবং একটি সংগঠিত প্রতিরোধ। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) বরাবরই একটি মানবিক, ন্যায়নিষ্ঠ ও আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছে। আমরা বিশ্বাস করি, রাজনীতি মানে শুধু ক্ষমতার খেলা নয়—এটি সেবার ক্ষেত্র। একজন নেতা তখনই সত্যিকার অর্থে নেতা হন, যখন তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাদের মতকে গুরুত্ব দেন।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও সম্মাননীয় বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রয়োজন:
1. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।
2. শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গঠন, যেখানে ভিন্নমত হবে গ্রহণযোগ্য।
3. শিক্ষা, তথ্য ও সচেতনতার মাধ্যমে রাজনৈতিকভাবে জাগ্রত নাগরিক গড়ে তোলা।
4. স্থানীয় ও জাতীয় পর্যায়ে নৈতিক নেতৃত্ব গড়ে তোলা। দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা বুকে ধারন করাই নয়, বরং দেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নেওয়াও।
আসুন, আমরা সবাই মিলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি দুর্নীতিমুক্ত ও রাজনৈতিকভাবে সচেতন বাংলাদেশ গড়ি। বাংলাদেশ সুপ্রিম পার্টি এই অঙ্গীকারে বিশ্বাসী এবং আপনাদের সকলের অংশগ্রহণকে আহ্বান জানায়।
একসাথে পথ চললে সেই বাংলাদেশ আর কোনো স্বপ্ন নয়—বাস্তবতা।
লেখক: সোহেল সামাদ বাচ্চু যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সুপ্রিম পার্টি / রাজনৈতিক বিশ্লেষক