মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনায় সন্ত্রাসমুক্ত নগর গড়ার লক্ষ্যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।
এর অংশ হিসেবে ২৯ এপ্রিল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং নৌবাহিনীর যৌথ টিম লবণ চোরা থানাধীন মতিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী সবুজ শালা ওরফে মোটা সবুজ (২৯) পিতা মৃত আজিজুল সানা, মতিয়াখালি অষ্টম গলি, থানা লবণচড়া খুলনা, গ্রেফতার করেছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড বারবোর কার্তুজ, ১,টি কাটার, দুইটি ছুরি, ২৪ পিস ইয়াবা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজের বিরুদ্ধে লবণচড়া থানায় মামলা হয়েছে। পুলিশ বলেছে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, খুলনা মহানগরীতে কোন সন্ত্রাসীদেরকে ঠাই দেওয়া হবে না।