মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): ৫ জুলাই, শনিবার, ডুমুরিয়ার ১২ নং রংপুর ইউনিয়নের কালিবাটী মুন্দীরের রথযাত্রা ও ধর্মীয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। রথযাত্রায় প্রধান আকর্ষণ ছিলেন রুবায়েদ, তিনি নিজেই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে রথের রশি টানেন।
রথযাত্রা কমিটির অপূর্ব মল্লিক বলেন, ‘আমাদের প্রিয় নেতা রুবায়েদ ভাই শুধু রথযাত্রা নয় আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাদের পাশে থাকেন।’ রথযাত্রা দেখতে আসা দর্শনার্থী লক্ষ্মী রানী মন্ডল জানান রুবায়েদ ভাই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের সাথে রথের রশি টানছেন দেখে আমরা উচ্ছ্বাসিত।
সত্যিই উনি অসাম্প্রদায়িক, মানবিক, জনগণের নেতা। এছাড়াও উক্ত রথযাত্রা ও ধর্মীয় মেলায় উপস্থিত ছিলেন, শেখ সরোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডুমুরিয়া উপজেলা বিএনপি, খান ইসমাইল হোসেন,
সাধারণ সম্পাদক খুলনা জেলা শ্রমিক দল, অহেদুজ্জামান সোহাগ, সাবেক সহ-সভাপতি খুলনা জেলা যুবদল, জিয়াদুল হক জিয়াদ, সাবেক যুগ্ম সম্পাদক খুলনা মহানগর যুবদল, মাস্টার আইয়ুব আহমেদ, ডুমুরিয়া উপজেলা কৃষক দল, খোকন তালুকদার, সাধারণ সম্পাদক, রংপুর ইউনিয়ন বিএনপি, মজিদ জোয়ারদার, রুদাঘরা ইউনিয়ন বিএনপি নেতা শেখ জাকির হোসেন, সদস্য ডুমুরিয়া উপজেলা যুবদল, আলমগীর হোসেন, রংপুর ইউনিয়ন যুবদল নেতা, সেলিম মোড়ল, সুজন সরকার, মোঃ তৌহিদুর রহমান, খুলনা জেলা ছাত্রদল নেতা, ফয়সাল চৌধুরী আহ্বায়ক, ডুমুরিয়া উপজেলা ছাত্রদল, ওসমান মোল্লা, সভাপতি, রংপুর ইউনিয়ন সহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ।