মাসুদ সরকার, (ধামইরহাট উপজেলা সংবাদদাতা): ধামইরহাটে ইএসডিও (ইকো স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান) এর কার্যক্রম উপজেলা পরিষদের মাসিক সমন্ময় সভায় উপস্থান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইএসডিও এর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান মাল্টি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম সভায় উপস্থাপন করেন। প্রকল্পের কাজ আরম্ভ করার পর হতে ধামইরহাট উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌর সভার প্রত্যেক ওয়ার্ডে গৃহীত কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি ও সাফল্যের পাশাপাশি নতুন করে গৃহীত কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।
ওয়ার্ড পর্যায়ে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি বিশ্লেশন ও কর্ম পরিকল্পনা তৈরী, ওয়ার্ড পর্যায়ে সভা ও উন্মুক্ত সভা, ওয়ার্ড লেবেল কো-অর্ডিনেশন কমিটি পূর্ণগঠন, টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটি পূর্ণগঠন,পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ইত্যাদি কার্যক্রম সভায় তুলে ধরেন। এসময় মাসিক সমন্বয় সভার সভাপতি ইউএনও জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যানগন,ইএসডিও এর উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌঃ ও পৌরসভা কো-অর্ডিনেটর দুলাল হোসেন উপস্থিত ছিলেন।। কার্যক্রমে ইউএনও জেসমিন আক্তার সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণী সম্পদ অফিসের বর্জ ব্যবস্থাপনায় ভুমিকা রাখতে পরামর্শ প্রদান করেন।