রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ধামইরহাটে এক কৃষকের পা ভেঙ্গে দিল ডিপের ড্রেনম্যান

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৭, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মাসুদ সরকার, (ধামইরহাট উপজেলা সংবাদদাতা): নওগাঁর ধামইরহাটে ধানের ফসলী জমিতে পানির সেচ চাইতে গিয়ে আতোয়ার রহমান নামের এক কৃষকের  পা ভেঙ্গে দিলো ডিপের ড্রেনম্যান আক্কাস আলী।

ভুক্তভোগী আতোয়ার রহমান জানান- “আমার ধানের জমির পানি শুকিয়ে মাটি ফেটে গেছে ফলে ধান গাছের ব্যপক ক্ষতি হচ্ছে। সেই কারণে রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে ১২৯ নং দেউলবাড়ী মৌজার ১৮৪ নং দাগে অবস্থিত বরেন্দ্র দপ্তরের (বিএমডিএ) ডিপে (গভীর নল কূপ) ধান ক্ষেতে সেচের পানি নিতে গেলে ডিপের ড্রেনম্যান আক্কাস আলী গালা-গালী ও মারপিট করে পা ভেঙ্গে দেয়। আক্কাস আলী প্রতি একরে ৬ হাজার টাকা জোর পূর্বক আদায় করে কৃষকদের নিকট থেকে।

আবারও অতিরিক্ত ১ হাজার টাকা একরে দাবী করে। সে টাকাও পরিশোধ করেছি।” পা ভাঙ্গা বিষয়ে মুঠোফোনে ০১৭১৮-৮৫৩৩০৫ নম্বরে জানতে চাইলে তিনি বলেন, ” আমি তাকে লাথি মারিনি, দুজনের মাঝে হাতাহাতির এক পর্যায়ে দুজনেই মাটিতে পড়ে গিয়ে তার পা ভেঙ্গে যায়।

অতিরিক্ত খরার কারনে একর প্রতি ৬ হাজার টাকা নেয়া হয়। “আহত আতোয়ার ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে অপারেশন করতে হবে বলে রামেক হাসপাতালে রের্ফাড করেন। আহত আতোয়ার সুবিচার দাবি করেন।

ধামইরহাট বিএমডিএ এর অফিস সহকারি প্রকৌশলী আন্নাদুজ্জামান জানান,  ” ইতিমধ্যেই বিএমডিএ এর সকল গভীর নল কূপের অপারেটরকে সেচ ব্যবস্থায় গাফিলাতি না করতে নির্দেশ দেয়া হয়েছে।” এদিকে ভুক্তভোগী আতোয়ারের স্ত্রী ফুয়ারা সুলতানা বাদি হয়ে সুষ্ঠু বিচারের আশায় ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত