মাসুদ সরকার (ধামইরহাট সংবাদদাতা): নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিএনপির স্থানীয় দলীয় কর্যালয়ে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম সরকার। এসময় উপজেলা বিএনপি নেতা মো. হানজালা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম (লিটন),
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রুবেল হোসেন (রতন), ছাত্রদল নেতা রুমন, ওয়াসিফ আরাফাত (অভি), আলমগীর হোসেন সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য, ঐক্যবদ্ধ রাজনীতির গুরুত্ব এবং সুসংগঠিত ভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করার লক্ষে সকল নেতাকর্মীদের মাঝে নির্দেশনা প্রদান করেন।