রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ধামইরহাটে বিষ্ফোরক মামলায় আ.লীগের দুজন আটক

প্রতিবেদক
স্বাধীন কাগজ
নভেম্বর ১০, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মাসুদ সরকার (ধামইরহাট  সংবাদদাতা):  নওগাঁর ধামইরহাটে মারামারি ও বিস্ফোরক মামলায় আবারো আওমীলীগের দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ৯ নভেম্বর শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য কোকিল এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫২)।

অপর আসামি উমার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চানকুড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।

জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

উক্ত ঘটনার প্রেক্ষিতে জোতরাম এলাকার রাজু হোসেন নামের এক ব্যক্তি বাদি হয়ে থানায় ২৬জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা নং-৬। এই মামলায় জড়িত আরো ৪ জনকে ইতোপূর্বে গ্রেফতার করেছে পুলিশ। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান- বিস্ফোরক আইনে আসামিদের গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - সংবাদ