মাসুদ সরকার (ধামইরহাট সংবাদদাতা): ধামইরহাটে শিশু সুরক্ষা বিষয়ে শিশু, যুব ফোরাম ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে ১৯ মার্চ বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট কার্যালয়ের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র ম্যানেজার মানুয়েল হাসদা’র সভাপতিত্তেু শিশু সুরক্ষা কার্যক্রমের রিপোর্ট নিয়ে আলোচনা করেন উপজেলা শিশু ফোরামের সভাপতি শুভ চন্দ্র বর্মন।
আরও আলোচনা করেন সহ-সভাপতি মরিয়ম বৃষ্টি, সাধারণ সম্পাদক প্রিয়সী হেমরম, উপজেলা যুব ফোরামের সভাপতি আকাশ মন্ডল, সহ সভাপতি জুথি মহন্ত, সহ-সভাপতি লিমন হোসেন , সদস্য পাপ্পু কুমার, প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, মডেল মডেল প্রেস ক্লাব সভাপতি অরিন্দম মাহমুদ, উপজেলা প্রেসক্লাব প্রতিনিধি আবুল বয়ান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সভায় বর্তমান সমাজের শিশু নির্যাতন সহ বিভিন্ন বাস্তব চিত্র বিষয়ে আলোচনা হয় এবং প্রতিকার বিষয় ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আলোচনা হয়।