সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ধামইরহাট চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৮, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মাসুদ সরকার, (ধামইরহাট উপজেলা সংবাদদাতা): নওগাঁর ধামইরহাটে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব- ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা হতে দিনব্যাপী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙামাটি ক্লাস্টার এর আওতায় সাব ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শেখ সাফিউজ্জামান ও বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ূন কবির।

অংশগ্রহণ করেন আলতাদিঘী, কালুপাড়া, দাদন পুর, বাসুদেব পুর, চন্ডিপুর ও দূর্গাপুর/চকইলাম সহ ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব, সহকারী শিক্ষক মো. কামরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন। মো. ইয়াছিন আলী, মো. বেলাল হোসেন, মো. রাশেদুল ইসলাম সহ প্রমূখ।

প্রশিক্ষণ শেষে উপজেলা শিক্ষা অফিসার শেখ সাফিউজ্জামান বলেন, “অত্র উপজেলায় প্রাথমিক বিদ্যালয় কে ৫ টি ক্লাস্টার এ বিভক্ত রয়েছে, এতে ৩০ জন শিক্ষকদের নিয়ে ১টি সাব ক্লাস্টার হয়ে থাকে তেমনি রাঙ্গামাটি ক্লাস্টার এর অধীনে ৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে আজকের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ প্রদান করা হয়।”

সর্বশেষ - সংবাদ