মাসুদ সরকার, (ধামইরহাট সংবাদদাতা): নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি'র অভিযানে অনুপ্রবেশের চেষ্টাকারী ১জন এবং দালাল ১জনকে আটক করা হয়েছে।
কালুপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বস্তাবর বিওপি কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ২৬৩/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু মাঠের মধ্যে তাদের আটক করেন।
১৪ বিজিবি পত্নীতলা সূত্রে জানা যায়, আটককৃত অনুপ্রবেশ চেষ্টাকারি যশোর জেলার মনিরামপুর থানার পাঁচপুতা গ্রামের আলী মিয়ার ছেলে লাভলু রহমান (৪৫) এবং দালাল ধামইরহাট থানার খড়মপুর গ্রামের আজাহার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)। আটককৃতদের দেহ তল্লাশি করে ২টি মোবাইল ফোন, ৭ শত ভারতীয় রুপি ও ২টি ভারতীয় সিম উদ্ধার করে বিজিবি।
আটককৃতদের পাসপোর্ট আইনে মামলা পূর্বক ধামইরহাট থানায় মালামাল সহ হস্তান্তর করা হয়। ধামইরহাট থানার মামলা নং-৪,তাং-৭/১/২০২৫। নওগাঁ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।