জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): নারী কন্যার সুরক্ষা করি; সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা উপজেলা পরিষদ হলরুমে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৪ পালিত হয়েছে।
এবং চারজন জয়িতা কে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; ইউএনও দীপ জন মিএ আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সাংবাদিক বৃন্দ, অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
বেগম রোকেয়া কে স্মরণ করে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে এবং নারী উন্নয়নে অসামান্য অবদান রেখেছে সকল প্রতিকূলতা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই জয়িতারা তাই আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবসে বেগম রোকেয়া কে জাতী আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে,