বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ১৭, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা):  নকলা (শেরপুর), ১৭ এপ্রিল: আজ অনুষ্ঠিত এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শেরপুরের নকলায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, নকলা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নারায়নখেলা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী এবং নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে পরীক্ষার সময় নকল করার দায়ে বহিষ্কার করা হয়। পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অসদুপায় অবলম্বনকারীদের প্রতি জিরো টলারেন্স নীতিতে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।

নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তারা জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।” স্থানীয় সচেতন মহল পরীক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

সর্বশেষ - সংবাদ