এমদাদুল হক মিঠুন (কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা): নান্দাইল উপজেলার যুবদল নেতা মোবারক হোসেন উজ্জলের পূ্র্বে আওয়ামিলীগ সংগঠিত টেলা ধাক্কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাদাঁবাজি বলে ভাইরাল করে , মান মর্যাদা,সামাজিকতা ও রাজনৈতিক ভাব মূর্তি ক্ষুন্ন করেচে কুচক্তী মহল ।
জনাব মোবারক হোসেন উজ্জল একজন ধানের শীষ প্রেমিক।এবং তিনি নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও অত্র অলাকার স্থায়ি বাসিন্দা এলাকাবাসি সূত্রে জানা যায়, জনাব মোবারক হোসেন উজ্জল একজন ভালো মানুষ এবং অন্যায় ও আইনত রাষ্টদ্রোহী কোনো কার্যকলাপ কাজে জরিত নয় ।তিনি সর্বদায় মানুষের কল্যানে নিয়োজিত ছিলেন। এলাকার গরির দু.খী মানুষের পাশে থাকেন ।
ফ্যাসিস্ট খুনী হাসিনার আমলে তিনি তার প্রিয় দলকে সবসময় প্রচার প্রচারনা করে গেচেন।
নিজ দল বি এন পির প্রতীক কে সবার মাঝে তুলে ধরে সংগ্রাম করেচেন।এর জন্য বারবার তাকে জেলে কারাবরন করতে হয়েচ।
কিন্তু যুবদল নেতা মোবারক হোসেন উজ্জলের ২০১৮ সালে খুনি হাসিনার সঙ্গবদ্ধ চক্রের সাথে কথা কাটাকাটি ও টেলাদাক্কা হয়ে থাকে । তখন উক্ত বিষয়টি এলাকার কুচক্তী মহলের কিচু অসাধু লোকজন টেলা ধাক্কার বিষয়টি মোবাইলে বিডিও ধারন করে রাখে।
তা পরবর্তীতে ভিডিও সংগ্রহ করে চাদাঁবাজি ও সন্ত্রাসী ভূয়া ভিডিও বানিয়ে ৩০/৪/২০২৫ইং তারিখে অনুমান ১১ঘটিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিস্ট করিয়া জনাব মোবারক হোসেন উজ্জলের মান মর্যাদা সামাজিকথা রাজনৈতিক ভাব মূর্তি ক্ষুন্ন করেচে । এবং বিভিন্ন ভয় ভীতি হুমকি প্রদর্শন করেচে । এ বিষয়ে ভুক্তভোগি মোবারক হোসেন উজ্জন আইনের সহায়তা পেতে নান্দাইল মডেল থানায় অফিস ইনসার্চ বরাবর অভিযোগ দায়ের করেচেন ।