মোহাম্মদ নুর আলম আকন্দ ( নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা): শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় ৩৮৫ জন সামর্থ্যহীন রোগী। এর মধ্যে চক্ষু, চর্ম ও যৌন, কুষ্ঠ, গাইনি ও মেডিসন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দিয়ে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
৭১ নং উত্তর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে ৭১ নং উত্তর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির মোহাম্মদ মাসুদুল আলম, মোহাম্মদ নুর আলম আকন্দ,বাবু, আরমান ,বাদল , সজীব সহ অন্যরা জানায়, ‘বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরা যে যার মত সামর্থ্য দিয়ে আন্তর্জাতিক বাংলা ভাষা মাতৃভাষা দিবস উপলক্ষে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে।
এর মধ্যে চিকিৎসকরা স্বেচ্ছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে ওষুধের প্রেসক্রিপশন দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সামর্থ্যহীন রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
চিকিৎসা সেবা নিতে ফতুল্লার ইসদাইর এলাকার বাসিন্দা মোহন মিয়া জানান, টাকার অভাবে দীর্ঘ এক বছর ধরে তিনি ডাক্তার দেখাতে পারছিলেন না, তার চোখের সমস্যা, চোখ ব্যথা করে ও চোখে কম দেখে।
আজকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তিনি টাকা ছাড়াই ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ পেয়েছেন।’
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চর্ম ও যৌন এলার্জি কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার রওশন উম্মে সালমা জাহান (বিসিএস স্বাস্থ্য), নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহানা হক সুমি, চক্ষু রোগের প্রাথমিক রোগ বাছাই করেন জনাব আলমগীর হোসেন।
আয়োজক ও উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী দাতা সদস্য রফিকুল ইসলাম প্রধান, মোহাম্মদ মাসুদুল আলম আবুল কায়েস, আব্দুল কাদের আরমান শহিদুল ইসলাম বাবু, বাদল প্রধান, শান্ত, তাতা আহমেদ, মাহমুদ হাসান চয়ন, সজীব চৌধুরী,রাকিব প্রমুখ।