নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা: ফতুল্লা থানার লালপুর টাগারপাড় আল-আমিন বাগ এলাকায় স্ত্রী ও তার স্বজনদের উপর হামলা চালিয়েছে জাহাঙ্গীরের ছেলে খাজা মাঈনুদ্দিন ও তার পরিবার। হামলায় গুরুতর আহত অবস্থায় শিমলা(২০) ও নাইমুর(২৪) নামে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি মুন্নি।
অভিযোগে জানা গেছে, লালপুর টাগারপাড় টোকেন গার্মেন্টস সংলগ্ন আল-আমীন বাগের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে মুন্নি বেগম(২৩) এর সাথে ৩ বছর আগে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে মাঈনুদ্দিন(২৬) এর বিয়ে হয়।
তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ভুক্তভোগি মুন্নি জানায়, বিয়ের শুরু থেকেই শশুর জাহাঙ্গীর(৫৫), শাশুড়ি(৫০), দেবর চঞ্চল(২০), ননদ মিতু(৩৫) সহ পরিবারের সবার প্ররোচনায় স্বামী মাঈনুদ্দিন তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এরই সূত্র ধরে ঘটনার দিন (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় মাঈনুদ্দিন ও তার পরিবার।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি মীমাংসার জন্য মুন্নির পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনরা শশুর বাড়িতে উপস্থিত হলে মাঈনুদ্দিন ও তার পরিবার সবাইকে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে। যার ফলে সেখানে উপস্থিত মুন্নির ভাগ্নে নাইমুর ও ভাগ্নি শিমলা রক্তাক্ত জখম হয়। তাদেরকে সেখান থেকে জরুরি ভিত্তিতে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পরে ফতুল্লা থানায় উপস্থিত হয়ে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগি মুন্নি। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দায়িত্বরত এসআই আলমগীর এ বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। আমরা দ্রুত এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।