মো: মুক্তাদির রহমান (নারায়ণগঞ্জ সদর সংবাদদাতা): নারায়ণগঞ্জে স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জসিম ওরফে রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।
গতকাল সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জসিম ওরফে রানা (২৫) বরগুনা জেলার পাথরঘাটা থানার আব্দুল জলিলের ছেলে।
নিহত সুরভী আক্তার (২০) মাদারীপুর সদর থানার চরমুগুরিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় স্ত্রী সুরভীকে শ্বাসরোধে হত্যা করে জসিম।
হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেন। তদন্ত শেষে পুলিশ জসিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।