জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা থেকে ছেড়ে আসা এম এস ট্রাভেলস গাড়ীতে করে নিয়ে আসা অবৈধ মাদক গোপন সূত্রে পাওয়া খবরে ডিবি পুলিশের অভিযানে নকলা গড়েরগাঁও মোড় থেকে উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী সমচূরা ইউনিয়ন থেকে ছেড়ে আসা এম এস ট্রাভেলস গাড়ী দাঁড় করিয়ে তল্লাশি চালায় ডিবি পুলিশ এ সময় ৫৯ বোতল বিদেশি মদের বোতল জব্দ করেন ডিবি পুলিশ সেই সাথে ২ জনকে আটক করেন ডিবি পুলিশের টিম।
শেরপুর জেলা পুলিশ সুপার গোপন অভিযানের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হোন এবং আটকৃত ব্যক্তি ও মদের বোতল থানা হাজতে পাঠানোর নির্দেশ দেন।