আশীষ বিশ্বাস (নীলফামারী জেলা সংবাদদাতা): নীলফামারীতে জেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে)মহান মে দিবস এবং জাতীয় দিবস- উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠন নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য ব়্যালী বের হয়। ব়্যালী টি নীলফামারী শহরের বড়বাজার প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এসে শেষ হয়।
র্যালী শেষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নীলফামারী মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।