মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবীতে ডিসি’র কাছে নথিপত্র জমা দিলেন নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
নভেম্বর ২৬, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সোলায়মান খান রাব্বি ( বিশেষ সংবাদদাতা ): বাংলাদেশ হেফাজত ইসলামের যেসকল নেতৃবৃন্দের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে মামলা দায়ের করা হয়েছে সে সব মামলা প্রত্যাহারের ব্যাপারে জেলা প্রশাসকের নিকট প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মনির হোসেন কাসেমী বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা তাদের সাথে বার বার যোগাযোগ করেছি। এর প্রেক্ষিতে তারা আমাদে নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে যেসকল মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিটি জেলার জেলা প্রশাসকের নিকট কাগজ পত্র জমা দেওয়া হয়েছে।

আমাদেরকে বলা হয়েছে জেলা প্রশাসকের নিকট ৩০ ডিসেম্বরের মধ্যে মামলার নথিগুলো জমা দিতে হবে। সেই প্রক্ষিতে আজকে জেলা প্রশাসকের সাথে দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুবই দ্রুততম সময়ের মধ্যে এর সুরাহা করার। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে।

আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এর সুরাহা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

সর্বশেষ - সংবাদ