তানজিলা শাহ্ রুবি (নেত্রকোণা সংবাদদাতা): নেত্রকোণার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে অবৈধ পন্থায় নদী থেকে বালু উত্তোলন ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এঁর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর এ অভিযান পরিচালিত করেন।
এ অভিযানে ১০-১২ টি স্তুপের সংরক্ষিত বালু আটক ও লড়িসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধামরিহালা বাজার হয়ে দুয়ানি দুধকুড়া, রাজাপুর,ধনাকান্দা নামক স্থানের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণ করে দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে এই বালু বিক্রি করে যাচ্ছে একটি চক্র।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সেখানে অভিযান পরিচালনা ২ হাজার ঘন ফুট বালু জব্দ ও একটি লড়ি ড্রাইভার সহ ২ লেবার আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করে আটককৃত তিনজনকে ছেড়ে দেয় সেই সাথে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন, সকালে এগারোটা হতে বিভিন্ন এলাকায় অভিযান করে দুই হাজার ঘণফুট বালু সহ তিনজন আটক করলেও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তিনি বিভিন্ন স্পটে এলাকাবাসীর সতর্ক ও আইন মেনে চলার আহ্বান জানান।
সেই সাথে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের বনুয়াপাড়া ও বারহাট্টা উপজেলার কুমারপাড়া উভয় উপজেলার শেষ সীমানায় অবস্থিত তাই সেখানে সীমানা নির্ধারিত নয় আর সে জন্যই সংগঠিত অপরাধের কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।পরবর্তীতে উভয় উপজেলার প্রশাসনের পক্ষে সার্ভিয়ার দ্বারা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে যাতে করে পরবর্তীতে সে জায়গায় অপরাধ মূলক কিছু হলে ব্যবস্থা নিতে সহজ হয়।