মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): আজ ৫ জুলাই ২০২৫ তারিখ বিকালে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় খুলনা মহানগরী এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচী পালনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুসংহত নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ কাজ করে যাচ্ছে বলে পুলিশ কমিশনার জানান।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আব্দুল্লাহ-আল-মাসুম; সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত.ম রোকনুজ্জামান-সহ শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।