মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): পবিত্র আশুরা উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন,মূলত, কারাবালার শিক্ষা হলো ত্যাগের শিক্ষা, অন্যায় ও অসত্যের কাছে মাথানত না করার শিক্ষা।’ তিনি কারবালার শহীদদের আদর্শ অনুসরণে আত্মগঠন করে দেশ ও জাতির কল্যাণে সর্বাবস্থায় সকলকে ময়দানে আপোষহীন থাকার আহবান জানান।
তিনি বলেন, ‘আমরা দেশে এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যে সমাজ বিশ্বনবীর (সা.) আদর্শ অনুযায়ী পরিচালিত হবে। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না।
রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের সকল সমস্যার সমাধান করবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রেই আইনের শাসন ও সামাজিক ন্যায়-বিচার নিশ্চিত হবে। আমরা তেমনি এক শান্তির সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’
সভায় বক্তৃতা করেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মীম মিরাজ হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন প্রমুখ।