এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): মাদকদ্রব্য নিয়ন্ত্রনের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাইবান্ধা জেলায় পলাশ বাড়ি গিরিধারিপুর এলাকার পশ্চিম হাজী মসজিদ সংলগ্ন এলাকার আমেনা বেগমের ছেলে আমিনুলের বাড়িতে, অভিযান চলাকালে বিপুল পরিমান গাজা, টেপেন্টাডল ট্যাবলেট ও গাজা সেবনের সারঞ্জাম জব্দ করে।
পলাশবাড়ী এসিল্যান্ড মহোদয় এসে পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক সেবনের জন্য মাদকসেবী আমিনুলকে ৪ মাসের জেল ও ৫০০ টাকা অর্থদন্ড দেন।