এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধা পল্লী বিদ্যুতের দারিয়াপুর সাব-যোনাল অফিস দারিয়াপুর বন্দরের বাহিরে স্থানান্তর করার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পল্লী বিদ্যুত গ্রাহক সংগ্রাম পরিষদ, দারিয়াপুর।
দারিয়াপুর চারমাথায় সংগ্রাম পরিষদের সদস্য সচিব ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সভাপতি শহিদুল ইসলাম, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পল্লী বিদ্যুত সমিতি’র সাবেক পরিচালক ডা. শাহজাহান, জাহাঙ্গীর আলম মন্ডল, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহবায়ক মৃণাল কান্তি বর্মণ,
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ সরকার, সাম্যবাদী আন্দোলনের জেলা পাঠচক্র ফোরাম সদস্য জাহিদুল হক, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী সংগঠক রাহেলা সিদ্দিকা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জাহাঙ্গীর আলম মাস্টার। বক্তারা বলেন, অনেকদিন আন্দোলন করে সাব-যোনাল অফিস স্থাপন করা হয়েছিল। দারিয়াপুর বন্দরটি পাঁচটি ইউনিয়নের মিলনস্থলে অবস্থিত। এখানে সাব-যোনাল অফিস থাকলে পাঁচ ইউনিয়নের গ্রাহকরা সুবিধা পাবে।
অফিসটি যেখানে সরানোর চক্রান্ত করা হচ্ছে সেখানে গেলে গ্রাহকরা হয়রানির শিকার হবে। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পল্লী বিদ্যুত কর্তৃপক্ষে অবশ্যই এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি গ্রাহকদের সুবিধার্থে সাব-যোনাল অফিসটি দারিয়াপুর বন্দরে রাখা হোক।